এটা জীবিতদের শহর
মৃতের কান্না এখানে কেউ শোনে না!
মৃতের কবিতায় কোনো সুর নেই
মৃতের ভাষা তারা বোঝতে পারে না!


এটা জীবিতদের শহর
মৃতের কথা ভাবে প্রকাশ পায় না!
মৃতের কোনো খবর নেই
লাশের সংবাদ পত্রিকা গ্রহন করে না!


এটা জীবিতদের শহর
মৃতেরা এখানে বয়কট হয়!
লাশের দুঃখের রং নেই
মৃতের মৃত্যুতে কেউ শোকাহত নয়!


এটা জীবিতদের শহর
মরারা এখানে সব সমাজ ছাড়া!
মরা মৃত্যু অসামাজিক
মৃতেরা পৃথিবীর অপ্রয়োজনীয় যারা!


এটা জীবিতদের শহর
মৃতেরা অচল, কাছে গেলে কলঙ্ক লাগে!
জীবিতরা এখানে জমি ভাগে
পা ফেলবি না পৃথিবীর দাগে!


এটা জীবিতদের শহর
তুমি জীবিতদের শহরে!
সুতরাং ততটুকু মরো,
যতটুকু মৃত্যুতে দৃশ্যমান!..


২৭/০৫/২০১৭