যৌবনের তরতাজা দুঃখ।
কথা বলে, নড়ে চরে, ছটফট করে
এদিক ওদিক যায়...


চিৎকার এবং চেঁচামেচিতে শব্দ এবং বাক্যে বাজে।
নরম উলের বিছানায়-
দমফাটে এপাশ ওপাশ...


আর বয়স বাড়ে
নিঃশব্দ হয়!
উপুর হয়ে পড়ে রয়, বেদনার বাইরে।


বৃদ্ধ বয়সের মৃত দুঃখ!


আবার উল্টোও হয়
যৌবনের মৃত দুঃখ
কথা বলে না! নিঃশব্দ হয়!
উপুর হয়ে পড়ে রয়
বেদনার বাইরে!...


১৯-০৬-১৭