অস্থির পৃথিবী, চতুর পাশে শূন্যতা
মধ্যখানে আমি বিরল প্রজাতির মত প্রকৃতির সাথে যোগ বন্ধনের চেষ্টা চালাই!
প্রাকৃতিক নির্বাচনে কখনো নির্বাচিত হই, কখনো না!


পৃথিবীতে এক বিরল প্রজাতি এসেছে
যে সাম্যের সমাজ চায়, ন্যায়ের প্রতিষ্ঠা চায়
নিপাত চায় দেবতা দূর্বিষহের হাজার বছরের গ্লানির!


অথচ
ভৌগলের বৈরী আবহাওয়ায় প্রজাতিরা বিলিন হয়
অতীতেও হয়েছে, আজও।...


বিষাক্ত কার্বন ছোড়ে বিদিশেহারা বাতাসে
তারা আদিম, আধুনিক এবং সংখ্যাগুরু
রাজত্ব চলে তাদের
অসভ্য এবং জানোয়ার


পৃথিবীকে তারা ব্যাচিলিস্ক(basilisk)করে চলে
মুখে পড়ে স্বাস্থ্যকর মাস্ক!


২৬-০৫-১৮