মনে করো,
তোমার বাড়ি আছে
গাড়ি নেই হয়ত
এ নিয়ে তোমার সুখ নেই
বুক ফেটে যায় শত।
কিন্তু যার গাড়িত দূরে থাক
বাড়িই নেই হয়ত!
ফুটপাতে বসবাস
আকাশ চুম্বি বাড়ির দিকে তাকিয়ে
বাতাসে মেশা দীর্ঘশ্বাস।।
মনে করো,
তোমার নিরামিশে চলছে দিন
বহুদিন পোলাও-কোরমা খাওনি হয়ত
এ নিয়ে তোমার ঘুম নেই
অনিদ্রায় কত...।
কিন্তু যার কোরমা-পোলাও দূরে থাক
নিরামিশই খোঁজে অবিরত!
পঁচা-গলা খেতে খেতে
নিরামিশে তাকিয়ে যেতে যেতে
ভুখা হয়ে জীবন যাপন।।
মনে করো,
তোমার বাইক নেই
দামী জুতো নেই এক জোড়া,
কণ্ঠ তোমার মধুর নয় হয়ত
এ নিয়ে তোমার মন খারাপ
সুখ নেই যেন।
কিন্তু যার জুতো বাইক দূরে থাক
মাইকে কথা বলার শক্তি স্তব্ধ
বোবা লুলা
পা নেই একটাও জুতো পরার মত!
শুধু নিস্তব্ধ অভিমান
বোবা মুখে বেসুরে গান
আর পথচারীর পা দেখে হা করে তাকিয়ে
নিজেকে ভিনগ্রহের প্রানী ভাবা।।
মনে করো,
তোমার জ্বর,মাথা ব্যথা ইত্যাদি
তুমি অসুস্থ হয়ত
এ নিয়ে তোমার কষ্টসহ
অষ্টপ্রহর।
কিন্তু যার জ্বর ব্যথা দুরে থাক
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে প্রতিনিয়ত!
দিন গুনতে গুনতে
বেচে থাকার স্বপ্ন বুনতে বুনতে
জীবনের জয়ধ্বনি শুনতে শুনতেই
কেটে যায় দিন।।
মনে করো,
তোমার যেন মনই নেই,ধনই নেই
যাওয়ার মত কোন কোণই নেই
রাশি রাশি হাসি
ফুরিয়ে গেছে হয়ত।
এ নিয়ে তোমার হতাশা
আশাগুলো বাসা বাধেনী নিড়ে।
কিন্তু দুঃখ রাশি রাশি ভারা ভারা
পুবালি বাতাসে সর্বহারা!
তবুও যারা হাসতে জানে
ভালোবাসতে জানে
হাসি দিয়ে বাসি মন
ভরিয়ে দিতে জানে...


০৪-১০-২০১৫