তুমি খুঁজিছ ভাই
কোথা আছে তাই
যাহা সৃষ্টির মূলে?
সৃষ্টি রয়েছে নিজ ধ্যানে খেয়ালে সদা পাল তুলে।।
তুমি খুঁজিছ ভাই
এটাই কি তাই
সত্য তত্ত ধর্মগ্রন্থ?
গ্রন্থ রয়েছে শান্ত বসে শক্ত তক্তপোশে।।
তুমি সদা শত
ভাবনায় রত
সংশয় নত
স্রষ্টা কি কবে পাঠিয়েছে ভবে
সত্য সিদ্ধ দূত?
যারা ধরনির বুকে চরাচরের সুখে
ধ্যানে অদ্ভুত।
হুতাশনে হত
তুমি ভাবনায় অবিরত...
দূতগন যবে সত্য সিদ্ধ হবে
তবে কেন ধ্যানে রত রবে?
ধ্যানে আনে জ্ঞান কে না জানে
ভাবনায় ফলে বরফও গলে।
তবে এওত হবে
ভবে যেকেউ ধ্যানে রত রবে
পাবে সিন্ধু সমান জ্ঞান।।
খুঁজে খুঁজে কত চার দিকে শত
পাওনি সৃষ্টির কুল
পেয়েছ তবু না চেয়েছ কবু
খুঁজতে গিয়ে মূল।।
আস্তিক্য নাস্তিক্য দেখেছ তুমি
দেখেছ বহুদূর
প্রান্ত পাও না যার ভ্রান্ত কি তা
প্রশ্নের সমুদ্দুর।।
প্রকৃতি চলে প্রকৃতির নিয়মে
তাকায় না ডানে বামে।
প্রকৃতির মাঝে বিশৃঙ্খলা নামে
মানুষেরই সৃষ্টি বানে।।
স্রষ্টা আছে, নাই বা থাক
মানুষ আছে সত্য
মানুষের দেখ বিবেক আছে
আছে তার তত্ত।
দেখার মাঝেই সেখা চলে
রেখা টানে বিবেক
ধর্মগ্রন্থ মানতে হলে
বিবেক টাকেই নেক।
মানব জীবন গতিশীল
গতিশীল তার ধর্ম
বিবেকটাকে বিধান মেনে
শুরু হোক কর্ম।।


০৬-১০-১৫