আমি মনেহয় মারা যাবো হার্ট অ্যাটাক করে
সব এই হার্টের উপর দিয়ে যাচ্ছে...
বাস, ট্রেন, লঞ্চ, স্টিমান, বুল্ডজার, ট্রাক সব এই হার্টের উপর দিয়ে চলছে!


সেই জন্ম থেকে যে ট্রেন চলছে আর থামছেই না
শেষই হচ্ছে না বগি
সারাক্ষণ খটখট খটখট করে বইছে...


জীবনের বাম পাশ দিয়ে বয়ে চলা কয়লার ট্রেনের ধোয়ায় আমার দম বন্ধ হয়ে আসে!


কয়লা; পাথরের ট্রেন
কি ভারী! স্টীম রোলার!


মধ্য রাতে ঘুমের ঘোরে পাথর ছুড়ে ছুড়ে সরাই;
হালকা করি
ট্রেন আমার থামে না, পাথর নামে না।
বাস, ট্রেন, লঞ্চ, স্টিমান, বুল্ডজার, ট্রাক সবই এই হার্টের উপর দিয়ে চলছে!


হৃদয়ের আমার একটা কাদা মাটির পথ
শুকনো মৌসুমে ধূলোমাখা-শক্ত
বর্ষায় ভেজা-নরম


মানুষের বিষাক্ত পদাঙ্ক আর
ভারী-বাহনের চাপে পিষ্ট বন্ধুর


এই নরম হৃদয়ের রাস্তায়
অমন ভারী বাহন চলবে কেমনে?


ট্রাফিক আনো! থামাও;
আমার ওই হার্ট অ্যাটাকের অসুখের আগে!


আমার হৃদয়ের রাস্তা দিয়ে বয়ে চলছে বাস, ট্রেন, লঞ্চ, স্টিমান, বুল্ডজার, ট্রাক।


তুমি একবার ছুঁয়ে দিবে?
বুকের ঠিক মাঝখানের বোতামটা খুলে আঙ্গুলে


শুনেছি তোমাদের ছোঁয়ায় বুকের চাপ তাপ
সব নেমে আশে মাটিতে!


ছুঁয়ে দিয়ে চলে যেও
সেই ভালো হবে;


চলেইত যাবে
পাথরের জন্ম না দিয়ো!


কাছে থাকলেও পাথর জন্মাবে
একশ কিলোমিটার দূরের কাছে!


২৭-১২-২২