কেমন আছি জানি না,
ভালো, কি মন্দ!


শুধু জানি এক অতৃপ্ত মীমাংসার রাসায়নিক বিষবাষ্প বইছে হৃদয় জুড়ে,
যার হাতে গ্রেফতার শরীরের প্রতিটি সেল।


আমি যেন দ্বিখণ্ডিত হয়ে যাই প্রতিনিয়ত,
জীবনের মধ্য দিয়ে বয়ে যাওয়া কর্কটক্রান্তি রেখার ধারালো হাতিয়ারে


জীবন এমন কেন!
শুধু আমার নাকি সবারই?
না, সবার হবে কেন!!
আমিইত শুধু মানুষ নই!
অ মানুষ?....


ঝড়ের জলকণা আর ধুলোর সাথে বইতে পারি না।
দাড়িয়ে দাড়িয়ে জল গুনি,
ধুলো মাপি!
অথর্বের মত।


জল গুনতে গুনতে কখন যে জলে ভিজে গেছি,
সেটুকুও বুঝতে পারি না!


দুর্দান্ত প্রকৃতি যে ভেজা শরীর গ্রহন করে না,
সেটা শৈশবে একবার বুঝেছিলাম।
তারপর আর বোঝা হয়নী!
সবুজ পাতার আশায় কেটে গেছে জীবনের দুরন্ত সময়টা।।


এখন শূন্য বললেই চলে!
বিষাদ নেই, বিশ্বাস নেই,
হয়ত বেদনা আচ করার সামার্থটুকুও ফুরিয়ে গেছে!


নতুন করে জন্ম নেয়ার স্বপ্ন দেখিনা!
কারন, সবকিছুই বৈষম্যের! সবকিছুই ব্যবধানের!


স্রষ্টার সাথে সৃষ্টির যুগ-যুগান্তরের তর্ক।


১৮.০৪.২০১৭