ভাবনার চাদরে মোড়া আমার সময়ের সূচনা আর বর্ণনা।
উপসংহার শেষে,
সারমর্ম হাতে ভাবনার চাদর ছুড়ে ফেলে দিয়ে যখনি নীল আকাশে আনন্দে হারিয়ে যাবো,


তখনি আমার বয়স বাড়ে!
আনন্দটুকু রয়ে যায় অন্য কারো জন্য।


আমি শুধু ভাঙ্গি ফলাই
আর সামনের দিকে হাঁটতে হাঁটতে পিছনে চলে যাই,
অতীতে...


ভাবনার বর্তমান চাদর টুকু শুধু আমার!


১০-২০১৭