প্রিয় বিশ্রামটুকু বিসর্জন দেবার পত্র চলে গেছে,
দু'চারটে সহজ কথা গল্প হয়ে শোনায়
শব্দ মনের কথা বলতে ভুলে গেছে
কিন্তু ফাঁকি দেওয়ার উপায় খুঁজছে চৈত্রের ভরাবিকেল!
বহু পথ নেই দরজায়, ভাঙা আঙুলে লেখা ব্যাকরণ ভুল অর্থ বোঝায়
গ্রহণ হয়েছে যাহা তাহার জন্য এটুকু অনুরোধ,
সুস্পষ্ট চিরকুট ফেরার অপেক্ষায়।
ছুঁয়ে ভীষণ স্নেহাস্পর্শ
শহরে দূরত্বই বা কতটুকু দু'জনার?