তার ঘারে শকুনের থাবা, শকুনের নখের আচর ।


রক্ত পিপাসু শকুন গুল তাকে খামচে খামচে মেরেছে ।


সে ছিল আমার কবি, সে আমার কল্পনার কারিগর ।


আমার কবি আর কোন কবিতার কারিগর হতে পারবে না ।


আমার কবি আর কোন দিন সপ্নের ভেলাই ভাসতে পারবে না ।


হায়েনা গুলো আমার কবির ঘাড়ে, মাথাই, পিঠে কামরে দিয়েছে,


আমি চুপচাপ শুধু চেয়ে থাকি আমার কবির চখে ।