মন কে বলি, 'মনরে তুই কিসে মজা পাস?'
আছে কি তোর, নতুন কিছু হওয়ার অভিলাষ?
অনেকেই তো অনেক কিছু, হলো চেয়ে দ্যাখ!
তোর মনে কি- আছে কোনো  দুঃখ শতভাগ?


দুঃখ যদি থাকে তবে, বলে ফ্যাল তুই মোরে।
তোর চাহিদা পুরাবো না, ভাবিস কেমন করে!
আমি কি তোর পর নাকি রে! তুই কি আমার পর?
তোর দু'খেতেই কাঁদি আমি, সারা জীবন ভর।
তোর সুখেতেই সুখী আমি, তোর মাঝেতেই আমি।
তুই আমারে পর করিস না! তুই যে আমার, ‘আমি'।


স্ব-জ্ঞানে; স্পষ্ট ভাষায়, বলে আমার মন।
আমার মতো সফল-সুখী, আছেই বা ক'জন?
আপাদমস্তক 'শিক্ষাগুরু', এরচে বড় কী!
অন্য কিছু! অন্য পেশা! ধুর ছাই বলি ‘ছিঃ’
নাইরে আমার কোনো চাওয়া, নাই আর কোনো পাওয়া।
হয়েছি যা, সেটাই ছিলো- আসল চাওয়া পাওয়া।


শিক্ষা ক্ষেত্রে আছি আমি, করি শিক্ষাদান।
গড়ছি জাতি তিলে তিলে, পেশা সুমহান।
নেশা ছিলো; পেশা হলো, নেই তো মনে ব্যথা।
নেশায়-পেশায় মিলে পেলাম, জীবন সার্থকতা।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১৯/১২/২০১৬
দীঘিনালা, খাগড়াছড়ি।