অভিমানী মানব মন, ভাবে যে কী কখন।
দিনে দিনে ছোট-খাটো কত অভিমান।
জমে গেছে অভিমান, পাহাড় সমান।
হ্যাঁ, হ্যাঁ,
জমে গেছে অভিমান পাহাড় সমান।


চায় অভিমানী মন, একটু স্নেহ সমবেদন।
না পেয়ে যা প্রয়োজন, অভিমানে হতাশ মন।
ছেড়ে সব পরিজন, করে পলায়ন।
হ্যাঁ, হ্যাঁ,
ছেড়ে সব পরিজন, করে পলায়ন।


কখনও বা বলে মন, ‘অধিক দুঃখে পাথর হোন'।
সুখী হোন; করে সব, 'দুঃখ হনন'।
'দু'খের মাঝেই সুখের বাস' করে এই পণ।
হ্যাঁ, হ্যাঁ,
'দু'খের মাঝেই সুখের বাস করে এই পণ'।


ভাবে অভিমানী মন, বৃথাই যে এ ভুবন।
বোঝে নি তো কোনো জন, 'দুঃখ' যা সুখ হনন।
করেছে এমনতর-'বিবর্ণ জীবন’।
হ্যাঁ, হ্যাঁ,
'করেছে এমনতর-'বিবর্ণ জীবন'।


কখনও ভাবে সে মন, ‘বেচে লাভ নেই এখন'।
নেই কোন আপনজন, কুশল জিগায় এমন।
বেছে নেয় সে তখন, 'আত্মহনন'।
হ্যাঁ, হ্যাঁ,
বেছে নেয় সে তখন, ‘আত্মহনন'।
®
[সমিল মুক্তক]
২৭/৭/ ২০১৪
দীঘিনালা, খাগড়াছড়ি।