নববর্ষের ডাকে নতুন হলাম, পুরাতন জামা ছেড়ে।
মনটাকেও আজ নতুন করি, হিংসা-কলুষ ছেড়ে।
খুব ভোরে আজ শুনছি চারদিক, কলরব; নতুনের ডাক।
দেখে যা তোরা; আমার বাংলায় এসেছে বৈশাখ।


নব উদ্যমে সেজেছে আজি, বাংলা মায়ের কোল।
এসে খেয়ে যা 'পান্তা-ইলিশ', বাজিয়ে বাংলার ঢোল।
চিনে নে তোরা- তবলা, সারিন্দা, একতারা, বাশের বাঁশি।
জেনে নে আমি কোন সুরে এত, বাংলা কে ভালোবাসি।
®
[সমিল মুক্তক]
১লা বৈশাখ, ১৪২৪
১৪ই এপ্রিল,২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।