দিন যাচ্ছে বয়ে-
সুখে-দু’খে; হাসি-কান্নায়, অনেক কিছু সয়ে।
                সুখের কথা ভেবে-
দুঃখ-কষ্ট করছি আজি, দিনে রাতে সবে।
                ভাবছি বয়স নিয়ে-
যেমনি যাচ্ছে তেমনি করে, ঠেকবে কোথায় গিয়ে!
                সময় যাচ্ছে ধেয়ে-
আশা স্বপন-সব অপূরণ, যতসামান্য পেয়ে।
                দুঃখ উঁকি মারে-
মনের কোণে জমাট ব্যথা, একলা অভিসারে।
                আশায় বাধি মন-
পূরণ হবে সকল আশা, করছি তার যতন।
               পূরবে সব স্বপন-
ফল পাবো তা; করছি আজি, যাহার বীজ বপন।
®
[সমিল মুক্তক]
২০/০২/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।