কারেন্ট'টা তো যেমন খুশি, তেমন করেই আসে।
মিনিট ঘন্টায় করলে হিসেব, দিন পুরে না মাসে!
না থাকলে এই কারেন্ট লাইন, না থাকতো আজ আশা।
যে যার মতো গড়ে নিতাম, কুপি বাতি খাসা।
আশায় থাকি আসবে কারেন্ট, বসে গুনি দিন।
অন্ধকারেই রাত কেটে যায়, দিনটাও যে মলিন।


ভোল্টেজের তো করুন দশা, থেকেও যেনো নাই।
বলবো কাকে? করবো কি যে, উপায় নাহি পাই!
কিভাবে যে এমন করে, চলছে মোদের দিন!
হয়ে গেছি নতুন করে, আমরা দীন হীন!
এই দীনতায় এই হীনতায়, সবাই হইছি সমান।
আঁধার বাসের এই সমতা, দয়া করে কমান!


সবাই যদি দীন হীন হই, কে দেবে ভরসা?
দিলে কারেন্ট দে রে ভালো, না দিলে তার খসা!
আপ ডাউনে দিন চলে না, এরচে ভালো কুপি।
ফুরুৎ ফুরুৎ যায় আসে তাও, মাস শেষে নেয় ‘রুপি'!


পাই না ডিশও কারেন্ট বিনে, যাচ্ছে না দিন সুখে।
ডিশলাইনটা আছে ঘরে, বলার তরে মুখে।
দেশের দশের পাই না খবর, কে দেবে তা বলে?
মাস শেষ হলে ডিশ বিল দিই,  টি.ভি. নাহি চলে।


পরেছি ভাই জটিল কলে, এমনে আর কয় দিন?
সুখ চাহিলে চলরে তোরা, সবাই সোলার কিন।
কারেন্ট বিলটা দিচ্ছি ঠিকই, সোলার নিলাম কিনে।
আঁধার তাড়ায় ফুয়েল বিনে, সূর্যের আলো এনে।


চলছে ভালো নেইকো চিন্তা, যাচ্ছে ভালো দিন।
কারেন্ট লাইন কেটে দিয়ে, শুধবো এবার ঋণ।
করছি আশা অনেক বড়, "কারেন্ট বিনে চলা"।
প্রকৃতি সেই আশা মেরে, করছে সব বিফলা!


ক্যালেন্ডারে খুঁজে দেখি, এখন আষাঢ় মাস।
বর্ষাকালে পাই না সূর্য, চলছে আঁধার বাস!
দেয় না তো চার্জ ব্যাটারীতে, বৃষ্টি ভেজা প্যানেল।
উঠবে যে রোদ বল না তোরা, বলছে কি কোন চ্যানেল?
আলোর আশায় কেউ নিয়েছে, জেনারেটর কিনে।
সত্যিই দেখি চলা কষ্ট, কারেন্ট আলো বিনে!


কী করা যায় এই সমস্যায়, কোথায় সমাধান?
চলরে সবাই অফদা অফিস, দেখি তাদের ভান।
কিংবা তাদের দিয়ে আসি, ফল সিগারেট পান!
বলে আসি 'কারেন্ট দিয়ে বাড়াও জীবন মান’।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
০৮/৭/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।