ভালোর দিকে যুক্তি যেমন, দিচ্ছ অহরহ।
খারাপ দিকেও যুক্তি টানো, প্রয়োজনে হাজারও!
দৃষ্টান্তের তো নাই রে অভাব, এই ধরনী মাঝে।
বেছে নিচ্ছ শুধু যেটা, মিলছে তোমার কাজে।


ন্যায়-নীতি আর বিবেক মতে, হয় না যেসব ভালো।
নিজের লাভে বলছো সেসব, করছো সবই কালো
আসল কথা যেটা যথা, খাটে সেটাই কও।
যুক্তি টেনে শর্ত এনে, নিজের মতো খাও!


হোক বা না হোক আইন সিদ্ধ, টানছো উদাহরণ।
ভাবছো না তো ঠিক না বেঠিক, জেতাই আসল কারণ!
ন্যায়-অন্যায় আর হালাল-হারাম, সবই দিয়ে বাদ।
নিজের ভাবনা বহাল রেখে, করছো বাজিমাত!


আতাত কর যার সাথে তার, ভালো দিকটা তুলে।
যুক্তি তোলো; মন্দ দিকটা, সবাই যাতে ভুলে।
আবার-
যুক্তি তোলো মন্দ দিকটা, সবাই যাতে তোলে।
ভাল দিকটা যেনো ভোলে, আতাতটা না হলে।


ভালো-মন্দ যুক্তি দিয়ে, জেতা কেমন রীতি!
হাতিটারে ছাগল বানাও, ছাগলটারে হাতি!
আত্মপক্ষ সমর্থনে, ন্যায়-নীতি কে ছেড়ে।
যুক্তি তোলো তুমি যাতে, খেতে পারো কেড়ে!


দৈবাৎ যখন ভালোর দিকেই, আছো বলে ভাবো।
তখন বলো নীতি কথা, 'কেনো মেরে খাবো?'


নয়কে ছয় আর ছয়কে নয়, হরহামেশাই করে।
বিবেকটাকে ঠেলছো দূরে, শুধুই জেতার তরে।
ভালো-মন্দ তোমার চিন্তা, বোঝা বড় দায়।
বুঝতে না'রি কোন শকুনে, কোন সে মাংস খায়!


এই যদি হয় চলার ধরন, এই যদি তোর নিয়ম!
লাভ কী হবে করে শত, নামাজ কালাম, সিয়াম?


ছোট বড় সকল বিষয়, হলেও ক্ষুদ্র অতি।
করতে গেলেই ভাবতে হবে, কোনটা যে ন্যায়-নীতি।
ভাবছো হয়ত  নওতো বেঠিক, যাচ্ছে না কেউ ক্ষেপে।
ক্ষেপছে ঠিকই বলছে না কেউ, যাচ্ছে সবাই চেপে!


ছলে; বলে কলে করো, সবাই গেলেও চেপে।
রুখবে কেমনে ক্ষতি যেদিন, উঠবে আঁরশ কেঁপে?
যুক্তি দিয়েও মিলবে না কো, মুক্তি তোমার শেষে।
পার পাবে না ওইপারেতে, ধরলে অবিনাশে।


অবিনাশে মুচকি হাসে, চতুর যুক্তিলাপে।
সময় হলেই নেবেন হিসাব, নিক্তি মেপে মেপে।
এদিক-সেদিক হয় না জেনো, অবিনাশের মাপ।
ভাববে না সে- কার ছেলে তুই, কে সে যে তোর বাপ!


যুক্তি দিয়ে মুক্তি মেলা, সেদিন হবে ভার।
ভাবছো কি আর সেদিন তুমি, হেল্পটা নেবে কার?


থাকবে নারে ভাই- দুলাভাই, সেদিন কোনো মামা।
সত্য সুন্দর ন্যায়ের পথে, হালাল রুজি কামা।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
২৪/০২/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।