ভাষা শহীদরা ভালোবেসেছিলো, মা ও মাতৃভাষাকে।
জীবন দিয়েছিলো ঢাকার রাজপথেতে, মাতৃভাষারই শোঁকে।
মাতৃভাষা ও মায়ের চেয়েও, বেশি ভালোবাসা যায় কাকে?
বল,
মাতৃভাষা ও মায়ের চেয়েও, বেশি ভালোবাসা যায় কাকে?
এ ধরার মাঝে শত খুঁজেও আমি, পাই না তো এমন কাউকে।


কে আছে আমার- এত বেশি আপন, কাকে বেশি ভালোবাসি?
মা ও মাতৃভাষাকেই আমি, সবচেয়ে বেশি ভালোবাসি।
হ্যাঁ,
মা ও মাতৃভাষাকেই আমি, সবচেয়ে বেশি ভালোবাসি।
ভালোবাসি মাকে; মাতৃভাষাকে, দেশকেও ভালোবাসি ।
মাতৃভাষাতে মায়ের স্নেহ, পেতে চাই রাশি রাশি।


একবার নয় দুবার নয় ; যেনো বারবার, ফিরে ফিরে আসি।
যেথায় আছে আমার জীবনের চেয়েও প্রিয় বাংলা ভাষা ভাষী।
®
[সমিল মুক্তক]
২১/০২/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।