বঙ্গবন্ধু তুমি মোদের প্রাণের প্রিয় অহংকার।
তোমায় ছাড়া স্বাধীন বাংলা শুধুই ছিলো কল্পনার।
তোমার ডাকেই এসেছিলো অবাধ অসীম স্বাধীনতা।
পাই না খুঁজে অন্য কাউকে: তোমার মতো মহান নেতা।


মুজিব তোমার একটি ডাকে জেগেছিলো সারা দেশ।
পাকসেনাদের তাড়িয়ে তাই মুক্ত করলো এই স্বদেশ।
দেশের জন্য লড়লে তুমি সইলে কতো যন্ত্রনা।
জীবন গেলেও শত জন্মেও তোমার কথা ভুলবো না।


মুজিব তুমি মোদের গর্ব তুমি চির অম্লান।
তোমার জীবনদশর্ন দিয়ে বাঙ্গালী আজ মহীয়ান।
তোমার আত্ম ত্যাগের কাছে আমরা সবাই চিরঋণী।
থাকবেই এ ঋণ হাজার যুগেও শোধ হবে না তা জানি।


মুজিব তুমি শ্রেষ্ঠ বাঙ্গালী গর্ব তুমি এই বাংলার।
ধন্য করলে দেশকে তুমি দেশের তুমি অহংকার।
বঙ্গবন্ধু অমর তুমি খুঁজে  ফিরি তোমার মুখ।
তোমার কথা স্মরণ হলেই শত মায়ায় কাঁদে বুক।


আপন স্বার্থের মাঝেই তোমার স্বপ্ন ছিলো বাংলাদেশ।
ধিক, শত ধিক তাদের প্রতি যারা তোমায় করলো শেষ!
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+৩/৪]
০৯/৮/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।