ব্যস্ত আমি; ব্যস্ত তুমি, ব্যস্ততারই ফাঁকে।
বলার সুযোগ হয় না রে ভাই, সামনা-সামনি তোকে।
               ‘কত্ত ভালোবাসি’


সময় এখন অনেক দামি, তোর মতো আমারও।
আমরা কি ভাই, দিনে দিনে যাচ্ছি দূরে আরও!
              ‘চাই যে কাছে আসি’


মনে পড়ে শৈশবেতে ছিলাম কত কাছে।
খুনসুটি সব মজার ছিলো, তোর কি মনে আছে?
               ‘কত্ত নাচানাচি’


সুখী ছিলো জীবন তখন, সুখে ছিলাম মোরা।
ভুলি নি তো সেসব আজও, ভুলিস কেমনে তোরা!
              ‘সুখটা রাশি রাশি’


বাবার শাসন; মায়ের আদর, মিষ্টি ছিলো অতি।
ছিলো না তো চিন্তা কোনো, লাভ হলো? না ক্ষতি!
              ‘মারটা দিলেও মাসি’


খেলছি কত এক সাথে রে, করছি মারামারি।
মায়ের আদর পাইতে বেশি, ধরছি কত আড়ি!
               ‘ছিলাম যে বিলাসী’


আড়ি ঝারি-মারামারি, যত কিছুই হোক।
ভাই বলিতেই সব ভুলেছি, ভাইয়ের তরেই শোক!
               ‘ভাইয়ের সাথেই মিশি’


দূরত্বটা বাড়ছে শুধুই, যাচ্ছে যতই দিন।
আমার ভাইকে ভালো রেখো, রাব্বুল আল-আমিন।
               ‘দোয়া করি বেশি’


কোথায় গেলো দিনগুলো সব! ভাবলে কান্না আসে।
এখন তো ভাই তোর সাথে আর, দেখাও হয় না মাসে!
               ‘দিনগুলো সব বাসি!’


মাসের পরে বছর যাবে, এমনি যাবে দিন!
ফুরাবে না কভু তোদের, ভালোবাসার ঋণ।
               ‘ভাবি অহর্নিশি’


আয়রে মানিক ভাইরে আমার, আবার কাছে আয়।
প্রকৃতির এ কেমন নিয়ম, মানা বড় দায়।
               ‘নিয়ম সর্বনাশী'
®
[সমিল মুক্তক]
২০/১২/২০১৬
দীঘিনালা, খাগড়াছড়ি।