তুমি ভাবো, তোমার মতো 'আমি অনেক জটিল!'
আমি ভাবি, আমার মতো 'তুমি সহজ সরল।'
এখানটাতেই হয় যে জ্বালা, 'মিশে 'সরল-গরল।'


তুমি ভাবো  তোমার কথা, থাকো নিজের মাঝে।
নিজকে নিয়েই বাঁচা তোমার, ব্যস্ত নিজের কাজে।
পরের দুঃখ বুঝতে তোমার, বিবেক অনেক 'লাজে!'


সুখটা আমার সবটুকু পাই, সবাই সুখী হলে।
তাই তো ভাবি 'সুখটা সবার, কেমন করে মেলে?'
দুঃখটা পাই যখন 'দুঃখী' নিজের দুঃখ বলে।


হয়ত সেটাই আসল কারণ, অমিল তোমার-আমার।
ভাবনা গড়মিল; চিন্তা ব্যামিল, হচ্ছে যে 'বেশুমার।'
(তাই) অপেক্ষা টা হলো এখন, এক কাতারে আসার।


চলতে গিয়ে না হয় যাতে, মনের বিভেদ আবার।
আমি আছি ঠিক জায়গাতেই, বিচ্যুতিটা তোমার।
পরের স্বার্থও ভাবি এসো, সুখটা খুঁজি সবার।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১৭/০১/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।