মাঝে মাঝেই ছেলের প্রশ্নে অবাক হয়ে যাই!
সেসব প্রশ্নের সোজা উত্তর আমার কাছে নাই!
হরহামেশাই জানতে সে চায় আগে কোথায় ছিলো।
আমি বলি- দাদার বাড়ি, সেখান থেকেই এলো।


আরও ভেবে সেদিন আমার, ছেলে আমায় বলে।
অভিযোগ নয়; জানার ইচ্ছা, কৌতুহলের ছলে।
'দাদার বাড়ি' ছিলাম আগে, এরপর এলাম চলে।
তারও আগে কোথায় ছিলাম, দাও না আমায় বলে!


চার বছরের ছেলের প্রশ্নে, কি দেবো উত্তর!
কেমনে বলি, 'ছিলো না সে', নেইকো সদুত্তর।
মুচকি হেসে বলে দিলাম, ছিলে 'নানার বাড়ি'।
এরও আগে কোথায় ছিলাম? প্রশ্ন আরও ভারী!
কী বলিবো- প্রতোত্তরে? কেমনে যে তা বোঝাই!
আমার কাছে এর তো কোনো সোজা উত্তর নাই!


সত্যিই তো- কোথায় ছিলাম, আগে 'আমি-তুমি'?
আছি কোথায়? যাবো কোথায়? জানেন অন্তর্যামী।
ভেবে ভেবে ভাবনা আমার, হয় না কোনো শেষ।
হেরে গিয়েও, আবার ভাবি 'ভাবনা অনিমেষ'।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২]
১০/০১/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।