অনেক রকম সুরে ডাকে কথা খুঁজে পাই না!
অনেক কথা পেয়েও আবার আমি নিতে চাই না।
সারা দিনই স্বপ্ন দেখায় আমায় টানে কত সুর!
ভালো সুরের কথাগুলো আমা হতে কত দূর!


যেমন তেমন সুরের কথায় গা ভাসাতে চাই না।
ওসব বাজে সুরের কথা যতই ধরুক বায়না।
আসল নিরেট কাজের কথা সবাই কইতে চায় না!
বাজে কথার খই ফোটে যা কাজের কাজটা হয় না।


ভালো সুরের সঠিক কথা বলাই আমার বাসনা।
সঠিক সুরে জীবন বীণা বাজুক সে ধিম তা না না।
ভালো বাজনা বেজে উঠুক আমার কথার এই তালে।
ভালো সুরে ভালো কথা বলুক সবে সব কালে।


হাজার সুরের মাঝে হতে বেছে নেবো ভালোটা।
যাক ভেসে যাক অনেক দূরে আমা হতে কালোটা।
সুরের বীণায় বাধবো আমি সকল রকম ভালো সুর।
ছড়িয়ে দিয়ে সবার মাঝে নাশ করিবো সব অসুর।
®
[স্বরবৃত্তঃ ৪+৪+৪+২/৩]


১৬/১১/২০১৭
দীঘিনালা, খাগড়াছড়ি।