হাজার বছর ধরে
আমরা স্বাধীন, আমরা আমাদের অধিকার নিয়েই
ছিলাম, আছি এবং থাকব।
মাঝে মধ্যে আমরাই অনধিকার চর্চা করি মাত্র।
আমরা ক্ষমতাকে ভালবাসি, ভালবাসি সম্পদ,
এ দু’য়ের মোহে
মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলি।
ক্ষমতা আর সম্পদ, সে বৈধ হোক কিংবা অবৈধ
হাতে পেতে “ভোট ও ভাতের অধিকারের জন্য”
কতই না মায়া কান্না আমাদের।
অনেক রক্ত দিয়ে গড়া এই মসনদ
হাত ছাড়া হোক তা- কেহই আমরা চাই না।
এ দুটো লোভণীয় বস্তু যারা আমাদের হাতে তুলে দেয়
সেই খেটে খাওয়া হাড্ডিসার কন্কালসম ক্ষুতাতুর মানুষগুলোকে
অনায়াসেই ভুলে যেতে পারি আমরা।
আবার আমরাই ঘুরে দাড়াই আমাদের অধিকারের দাবীতে
আমার কাছে করা আমার দাবী আদায়ে
আমার রক্তই অকাতরে বিলিয়ে দেই।
আমার অধিকার আদায় করেই তবে ঘরে ফিরি।
শুধু ক্ষনিকের তরে লোভ আর মোহে অন্ধ হয়ে
ভুলে যাই “ক্ষমতা আর সম্পদ” কতনা ক্ষনস্থায়ী।
সম্পদ আর ক্ষমতা দুটোই আমার, দেশ আর জনতা তাও আমার
সব কিছুতেই আমরা আমরাই তো।
হাজার বছর ধরে
আমরা স্বাধীন, আমরা আমাদের অধিকার নিয়েই
ছিলাম, আছি এবং থাকব।
১৪/০১/২০১৫