বঞ্চিত মজলুমের আর্ত চিৎকার
শোষিতের গগন বিদারী হাহাকার
সব হারা মায়ের বুক ফাঁটা কান্না
সম্ভ্রম হারা বোনের আহাজারি
পিতার বেদনা মিশ্রিত দীর্ঘশ্বাস
সবকিছু মিলে ভারাক্রান্ত আজ
সোনার বাংলা।
যুগে যুগে সংগ্রাম সাধনায়
সবকিছু পরিবর্তন হচ্ছে
তবুও বাংলা মা কাঁদে কেন?
বাংলার দামাল সন্তানেরা কি ঘুমিয়ে আছে?
সোনার বাংলা!
তোমার সন্তানদের জাগিয়ে দাও
সত্যের মশাল জেলে পুড়ে ফেলুক
অসত্যের সকল আয়োজন।
সোনার বাংলা!
তোমার সন্তানেরা কবর রচনা করবে,
সেদিন সানবাঁধানো কবর হবে।
তবে মানুষের কবর নয়,
কবর হবে মিথ্যার, প্রবঞ্চনার, শোষনের।
সেদিন সার্থক হবে তোমার নাম
সোনার বাংলা ।।


মার্চ ২০১৩, লালকুঠি, মিরপুর, ঢাকা।