পূর্ব দিগন্তে উঠিল রবি পূলকিত এই ধরা
কিচির মিচির পাখিরা ডাকিছে, জাগিল ঘুমের পাড়া।
সারাদিনভর বিলায়ে আলো ডুবিছে যখন রবি
দেখেছ কি কেউ গোধূলী বেলা আমার দেশের ছবি।


অপরূপ রূপ ঢেকে দিতে চায় রাতের কালো এসে
গগন জুড়িয়া রুপালী চাঁদ উঠিল তখনি হেসে।
সম্মুখপানে হও আগুয়ান, কোথায় আঁধার কালো?
লক্ষ তারকা জাগিয়া উঠিছে আঁধারে মশাল জালো।


নদীর বুকে পাল তোলা নাও যাচ্ছে সুদূর পানে
মুখরিত আজ হচ্ছে ধরা পাখির কলতানে।
সারি সারি গাছের সারি সবুজ শ্যামল মাঠ
সোনা ধানে দেয় ভরে বুক, সোনালী আঁশ পাট।

মাঠে সোনা পাটে সোনা, সোনা এদেশ জুড়ে
এমন রূপের দেশটি বন্ধু কোথায় পাবে ঘুরে?
ভেদাভেদ তাই সব ভুলে যাই এসোনা বন্ধু ভাই
সাম্য ও ন্যায়ের সৌধের উপর দেশ গড়িতে চাই।


6 ফেব্রুয়ারী 2003, লালকুঠি, মিরপুর, ঢাকা।