তোমার কথা রাখতে আমি লিখেছি এ গান
ওগো, কে জানে এতে তোমার ভরবে কিনা প্রাণ?
তব মনের আগল ভাঙতে রচেছি এ গান
জানি না, এতে তব ভাঙবে কিনা সুপ্ত অভিমান।


(জানি) তুমি চেয়েছিলে এমন গানের কলি
যা ব্যক্ত করবে হায় না-বলা যত কথা,
যাতে রবে এমন বর্ষার ছন্দ
যা ভুলিয়ে দেবে সকল দাহ-ব্যথা।
আহা আমি লিখেছি এ কোন স্বরলিপি
যা খুলতে নারে মনের বন্ধ ছিপি
(বরং) মেঘে ঢেকে দেয় মনের শুভ্র আসমান।।  


(জানি) তুমি চেয়েছিলে হায় এমন গীতিকা
যাতে অনন্ত প্রেমের রঙিন আখ্যান লিখা রবে,
অনেক আবেশী হবে সে প্রাণের বুলি
প্রবল অনুরাগে মিলনবাগে যা সাঙ্গ হবে।
(হায়!) আমি গেঁথেছি এ কোন কথার মালা
যা জুড়ায় না মন, বরং বাড়ায় জ্বালা
কষ্টে মলিন হয় মনের রঙিন পুষ্প বাগান।।


সিডনি, অস্ট্রেলিয়া
২৫/০৫/২০২১, দুপুর ২.৪৮টা।