গগনে ভেসে আছে একা চাঁদ ঐ
আমিও একা তার সাথে,
এমন সময় তুমি আছো কি ঘুমিয়ে?
এমন মধুর শারদ-রাতে!


চাঁদের পাশে সতত তবু আছে ধ্রুবতারা
আমার কাছে নেই কেউ,
আছে বুকে রোনাজারি, চোখে  লোনাজল
হৃদয়ে বিষন্ন জলধি-ঢেউ।
চাঁদের বঞ্চনা
আমার বেদনা
(হায়!) যদি এক হয়ে ভেসে যেতো সুখের স্রোতে।।


দেবার মতো চাঁদের শুধু আছে জোছনা
আমার আছে শুধু মন,
অকপটে চাঁদ তার জোছনা বিলায়
প্রেম বিলাই আমি অনুক্ষণ।
জোছনার গান
প্রেমের কলতান
(আহা!) চলো মোরা গাই আজ হাত রেখে হাতে।।


তবু অভিমান করে তবসম চাঁদ রয় কি  
ঘরের কোণে বলো লুকিয়ে?
মোর মন-গগনে আসো চন্দ্রসম ভাসো  
মরতে পারি যেন তাকিয়ে!
একবার আসো
খিলখিল হাসো
(হায়!) আমিও সুখে অস্তপানে ধাই চাঁদের রথে।।


[ইস্টউড, সিডনী, অস্ট্রেলিয়া, ১২.০৯.২০১৯ খ্রি., রাত ৭.৫৪টা]