হে বিশ্বাসী, জিজ্ঞাসো আপনায় একটিবার
তুষ্ট কি তুমি তব ঈমান ও আমলে?
জবাব যদি না-বোধক হয় কিঞ্চিতমাত্র তার
আশু তাহা নিতে হবে পুরো সামলে।


নিজেই যদি তুষ্ট না হও আপন ঈমানে
আপনা কর্মে যদি আপন হৃদয়ই না ভরে,
কেমনে তাহা তিষ্ঠাবে হায় প্রভুর সামনে?
ফুটো নৌকায় তরবে কেমনে মহাসাগরে?


খুঁজে দেখ, কোথায় তব ঈমানের ঘাটতি
ভরাও সেথা আদ্যপ্রান্ত বিশ্বাসের শ্যামলে,
ভাবো, কোথা করতে হবে আমলে বাড়তি
তবেই শেষদিবসে পাবে রবে স্নেহেকোমলে।