শুভ্র গগনে হৃদয় ভাসিয়ে
                 শুরু করেছিনু যে পথ চলা,
                 দুষ্টু মিষ্টি প্রেমের বোলে
                সূচিত হয়েছিল যে কথা বলা।


                চলার পথে কভু এসেছে ধেয়ে
                বৈশাখেরই ঝড়ো হাওয়া,
                কথার বানে বয়ে গেছে প্লাবন
        (যেন) প্রতিকূলে তরী বাওয়া।


               তবু এ বাঁধন পড়েনি ভেঙে
               হয়নি বন্ধ কথার মেলা,
               এমনি করে সুখে দুঃখে
               কেটে গেছে অনেক বেলা।


                মেঘ আসে, মেঘ চলে যায়
                বীতরাগ আসে, আসে অনুরাগ
                আসা যাওয়ার এ খেলার মাঝে
                জীবনে বহে সুখের বহু ফাগ।


               এইতো দাম্পত্য, এইতো প্রণয়
               এমনই যেন যায় বয়ে
               সতেরো বছরের প্রারম্ভে আজি
               এই গানই যাই গেয়ে।।