দূর দ্বীপবাসিনী মিশু
আমায় যে টানিছে পিছু।
অবাক মনের অবার ব্যথা
বলতে যে চায় তাহায় কিছু।


নীল সাগরের নীলাভ জলে
নীল সকরুণ আঁখি জ্বলে,
নীল দিগন্তে চলতে গিয়ে
নীল বেদনা বলতে নিয়ে
বলতে নারে ব্যথায় কিছু।


মায়াময় নীল আঁখি দু'টি
নীল গগনে রয় যে ফুটি'
মর্মতলে আঘাত হেনে
নীল প্রেমের যায় জাল যে বুনে
তবু নীলেই করে লুটোপুটি।


লোনা জলের বিষাদ ঢেলে
নীল ঊর্মিরই পাখনা মেলে,
নীল চোখে ধরে লোনা ব্যথা
নীল উদকে মিলায় সেথা,
নীল কষ্ট বিলায় মুঠিমুঠি।।


সিডনী, অস্ট্রেলিয়া