আমার মনে প্রেমের রং ফিরেছিল বলে
সাত সাগর আর তের নদী পেরিয়ে
হৃদয়ের রংধনুর সাতরং ছড়িয়ে
ভিখারিবেশে এসেছিনু তব দেশে চলে।


দিনের পর দিন তোমারে খুঁজেছি
অশান্ত নীল সাগরের বালুকাবেলায়
ঋজু শৃঙ্গশিখরে বা গিরিতলায়
কিন্তু, দিনান্তে একরাশ হতাশা নিয়ে ফিরেছি।


অবশেষে, শতদল ছাওয়া নিকুঞ্জবনে
জ্যাকারান্ডা তরুর ফুলের মেলায়
পেয়েছি তোমারে সখি শেষের বেলায়
তবু, অবার পুলকিত হয়েছি মনে মনে।


জেনেছি তুমি বাসো হেথা একা সখি
কত খবর দিয়েছি বাতাসের পাখায়
সিগালের পায়ে আর ম্যাপলের শাখায়
শুধু একটিবার হবে কিগো দেখাদেখি!


শুধু একটিদিন কাটাবো মোরা অভিসারে
কহিব যত কথা জমে আছে মনে
হেরিব তোমাকে স্থির নিবদ্ধ নয়নে
শুধু একবার তুমি ডেকে দেখো চুপিসারে।


তোমার নাকি মনে আজ জং ধরেছে
নিশ্চল অবশ-করা মেঘের মতো
আমার নাকি আজ ঢং হয়েছে যতো
সূর্য যেমন করে আজ ভং করেছে।


এ রাজ্য ছেড়ে শীঘ্রই চলে যাব নিজ ভূবনে
দীর্ঘ পথের ক্লান্ত সফর ব্যর্থ করে
রেখে একটি সুখের ছোঁয়া এ অন্তরে
অন্ততঃ খুঁজে তোমায় পেয়েছিতো এক জীবনে।।