আগেপিছে কত লোকে
ফিসফিসিয়ে কয়,
তাহার মতো এমন পাগল
ভবে আছে কয়?


দ্বিচল্লিশ সাল পার করেছে
ভাবে ব্যাটা ছয়,
নইলে বুড়োর এমন মতি
কেমন করে হয়?


নিত্যদিনই ফেসবুক পাতায়
একটি পোস্ট তার রয়,
পোলাপাইনের স্বভাব এটা
বুইড়া মাইনষের নয়।


কবিতাও দেয় কখনো
জাগে মনে তয়,
কাট-কপি-পেইস্ট করে নাকি?
হৃদয়ে সংশয়।


নিত্য থাকে ফেবু নিয়া
কাজকর্মে নয়ছয়,
ভাবনা-চিন্তা নাই কিছু তার?
নাই হাশরে ভয়?


শুধু কি তাই? নিলাজ বুড়ো!
ভীমরতি তার হয়,
বাংলা-পেঁচো বউকে নিয়ে
তুলে সেলফি কয়।


প্যাঁচার মতো দুহিতাকে
রাজকন্যা সে কয়,
বেঁটে-কালো পোলা কেমনে
রাজার পুত্র হয়?


ঢং দেখে তার পিত্তি জ্বলে
মনে উত্তাপ বয়,
পঞ্চাশেতে পঁচিশ সাজার
ভাঁড়ামো কি সয়?


কত পাগল দেখলাম যুগে
এহেন পাগল নয়,
আদতে শালা ভাবের পাগল
মনে ধান্ধা রয়।


সিডনি, অস্ট্রেলিয়া
২২/০১/২০২০, বিকাল ৪.২১টা