আমি তাকে ভালোবাসি,
ভীষণ-
কিন্তু কাছে পেতে চাই না।


সে আমার মানস প্রতিমা,
প্রতিমাদের শুধু দূর থেকে প্রণাম করা যায়-
পুজো দেয়া যায়-
কিন্তু স্পর্শ করা যায় না-
তারা অস্পৃশ্য।


সে আমার স্বপ্নদেবী,
দেবীদের অস্তিত্ব অনুভব করা যায় শুধু-
তাদের দেখা যায় না-
তারা অদৃশ্য।


আমি আমার প্রতিমাকে পুজি,
দূর হতে-
আমি আমার দেবীকে অনুভব করি,
হৃদয় দিয়ে।
তাকে ছুঁয়ে দেখি-
এ ঔদ্ধত্য আমার নেই,
পাছে দেবী রুষ্ট হয়-
নষ্ট হয় মোর যুগময় আরাধনা।


৩২৪, ফহ, ঢাবি
০৭/০৪/২০০০ খ্রি., রাত ৮.৩২টা