এ মন যা চায়, হায়!  ঘটেই তা কি যখন তখন?
তবু কেন এ অবুঝ মন, সময় সময় হয় উচাটন?


মনের জানলা খোলা রাখি, যদি কিঞ্চিত আলো আসে
শিউলি ফুলের মদির গন্ধে যদি আমার প্রাণটি হাসে!
কিন্তু হায়! আলোর স্থলে আসে ছায়া
আর? দুর্গন্ধ মোর টুটে কায়া
নিশীথ রাতের আঁধার এসে নাশে আমার সুখের স্বপন।।


বৃষ্টিজলে ভিজতে এ মন আকাশ পানে রয় তাকিয়ে
শীতল বর্ষণ অঝর ধারায় নিবে সকল দুখ্ হাঁকিয়ে
সোনা রোদ হায় পেছন লাগে কালো মেঘের
বাদল টুটে, উত্তাপ বহে প্রবল বেগের
পোড়া হৃদয় আরো পোড়ে, হয় না বুকে জলসিঞ্চন।।