নিয়েছ আপন আঁচলে জড়িয়ে সে প্রথম দিবস হতে
এগিয়ে নিয়ে গেছ সম্মুখপানে, চড়িয়ে হৃদয়-রথে।
রাখনি এতটুকু প্রেম গোপনে লুকিয়ে আপনার পাতে
বিলিয়ে দিয়েছ যা কিছু আছে, সকাল-সন্ধ্যা-রাতে।
নি:স্ব এ আমি পারিনি দিতে তব, বিন্দুসম আনন্দ-ক্ষণ
হেলায় ফেলায় দিয়েছি যাতনা, বুঝে না বুঝে অনুক্ষণ।
তবু করোনি মোরে এতটুকু হেলা, ভাসিয়েছ প্রেম-স্রোতে
প্রীতির মালা গেঁথেছ তুমি, জাগিয়া গভীর শারদ-রাতে।।
অনেক পাওয়ায় ভরে আছে মন, গোপনে সঙ্গোপনে
সেসব আজি হায় উঁকি দিয়ে যায়, তব এ জন্মক্ষণে।
ক্ষমা করো মোরে দু’হাত ভরে পারি নাই যাহা দিতে
ভালোবাসা নাও, হৃদিপাল উড়াও, আজি এ জন্ম-তিথে।।
আজি এ লগনে হৃদয়ে ধরো, যত আছে সুখ-স্মৃতি
হতাশা অমানিশা দূরে সরায়ে, হৃদয়ে বাজাও প্রণয়-গীতি।
হোক তব জীবন আলোয় ঝলমলে, ছড়িয়ে খুশির দীপ্তি
সুখের ছোঁয়ায় আসুক ফাগুন, তব সারা জনম ব্যাপ্তি ।।


(১৯ সেপ্টেম্বর, ২০১৮; হাফিজাবাদ কলোনি, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০)