আলো না হোক, আলেয়া হয়ে ভাসাতে তো পারো আচমকা,
মরিচে-প্রেমের প্রণয়ী না হলেও, পারো তো হতে মরীচিকা!
স্বপ্ন-রানী না হয় নাই বা হলে, আসতে তো পারো সখি স্বপনে?
সূর্যমুখী হয়ে না দোলালেও গো হায়, পোড়াতে তো পারো তপনে।
পথের সাথী মানতে না চাও, আহা হতে তো পারো পথচারী?
সাহচর্য দিতে কী দোষ বলো? ওগো তুমি নাই বা হলে সহচরী।