মইরা গেলে ফিইরা আসে না
ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসে না


মাটির খাঁচা ভাইঙ্গা যেইদিন
উইড়া যাইবো পাখি
পইড়া রইবো খাঁচা আমার
দেখবো সবার আঁখি।
চার পা ওয়ালা চৌকি দিয়া
যাবে আমার লাশটা নিয়া
সাড়ে তিন হাত খুরবে কবর
তারই খবর রাখলাম না
ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসে না


এই দুনিয়ার মায়ায় পইড়া
ভুইলা গেছো সবই
রক্তে মাংসে গড়া খাঁচা
দিয়াছেন তো রবই।
রবের হুকুম পালন করো
কুরআন হাদিস আঁকড়ে ধরো
প্রভুর কাছে ফিইরা যাইবা
আর তো ফিইরা আইবা না
ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসে না


সারা জনম সুদ ঘুষ খাইয়া
গড়ছো নতুন বাড়ি
সুদের টাকায় ঘুষের টাকায়
কিনছো একটা গাড়ি
কী আর হবে গাড়ি দিয়া
কী আর হবে বাড়ি দিয়া
সবকিছুই তো রবে পরে
সঙ্গে কিছুই যাবে না
ও মন জানো না
মইরা গেলে ফিইরা আসে না।