ঘাসের ডগায় শিশির কণা
করলো এসে ভীর,
ঝরে পড়ে রোদের পাপড়ি
কুয়াশা ঝিরঝির।


শীতের রাতে খেজুর গাছে
ঝরছে মধুর রস,
সকাল বেলা পিঠার মেলা
আরো জলপাই সস।


সকাল হলে পিঠাপুলির
হয় যে আয়োজন,
খোকা খুকির কাড়াকাড়ি
থাকে অনেক্ষণ।


রাত প্রভাতে শীতের মামা
গড়ে সুখের নীড়,
শরীরটা মোর কাঁথার ভেতর
করে যে শিরশির।