বেসিক্যালি আর ইথিক্যালি ভাবতে ভাবতে ফতুর হবার জো,
আমার কাছে প্রণয়ের জোর বলতে বলতে পারি -শক্তি নেই,
কোন চাপ নিতে পারবো না, নিতে চাইও না ।


অতঃপর নিশ্চল পাথরের মূর্তিটার দিকে তাকিয়ে দেখে
বিদ্রুপের কাছে কেমন অসহায় তাকিয়ে আছে,
কিছু চাই বলার সামর্থ্য নেই!


এইযে এখানে অবসান হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে কত গল্প!
সইতে পারবে না বলেই কেউ আর ঘটা করে বলে না- ফুরিয়ে
যাবার আগেই একবার ভিজিয়ে দিয়ে যেও
প্রাণের মাঝে থাকা ঊষ্ণতা ।


ইথিক্যালি কোন সমীকরণ কোনদিন স্পর্শ করবে না,
গাইতে হবে না,
পথের রেখা থাকবে না, পদছাপ যা দেখবে বিপ্রতীপ!


আর কোনদিন বেসিক্যালি রেডিক্যাল হয়ে দেখার সাধ জাগবে না।
ইথিক্যালি সে ডেড।
আর কাঠগড়াতে সে ঝুলে যাবার অপেক্ষাটাকে পারে নাই উপেক্ষা দিতে ।