একদিন আকাশের দিকে তাকিয়ে  কি যেন খুঁজে ফিরছিলিস!
অন্যদিন মনে হয়েছিল- কি সুখটাই না বাসা বেঁধেছে তোর বুকে।  
তারপর যেদিন তোকে খুঁজে পেলাম অবিচ্ছিন্ন অংশ হয়ে গেছিস,
দেখলেই কেমন স্পর্শ করতে ইচ্ছে হয়;
নতুবা তোকে না দেখলে উথাল পাথাল এক নীরবতা ক্রমাগত মুছে ফেলে
বিবিধ ধরা ছোঁয়া ।


আমি হয়তো ভাবি নাই কোনদিন নাম দিতে যাব এসকল ভাবনার।
কোন কবিতা হয়ে যাবে তোর বুকের উচ্চারিত শব্দ,
সবটাই বেদখল হয়ে যাবে মনোভূমি!


অনেকদিন যাবত তোর দিকটা অন্ধকার । বিলাসিতা দেখানো সেইসব
দুঃসাহস আর চঞ্চলতা, কিনে নিতে চেয়েছিলিস যে বাক্যগুলি
নিজের করে- ভাবতে ভাবতে ভাবনাগুলো কেমন চিনে ফেলেছে তোরে।
যেদিন ধরা পড়ে গেলেম উথাল পাথাল! ভুল ভাল আরো কিছু!  
তুই যেদিন খুঁজেছিলিস আকাশের ঠিকানা
সে সুখটা অযথাই ছুঁয়েছিল বোহেমিয়ানের বুক ।
শাহজাদপুর, ২৯/০৮/২০২১ ইং