চোখটাকে মরা নদী বলাই ভালো।
দীর্ঘশ্বাসের শহর ক্রমাগত প্রসারিত হয় গ্রামে
আর প্রত্যেকটা গ্রাম লুকিয়ে যায় শহরের ঝুপড়িতে ।


কত দূর হতে পারে ভেবে পা বাড়াই ।
অজানা পথে কত ডর, কত বিস্ময় আচ্ছন্ন করে
দূর্বোধ্য হয়ে উঠে প্রতিটি দৃষ্টিসীমা ।
লোমকূপে সেই বাতাস ছুঁয়ে যায়।


বুকটাকে দেখা হয় নাই আজো ।
কিলবিল করে ধারণা,
পৃথিবীময় শূন্যতাকে গ্রাস করে অর্বাচীন কোলাহল ।


মুখে তবু ভাস্কর্যের বলি রেখা
অস্থির আসক্তির প্রেমরোগ,
কতদিন মরুময় যাপিত জীবনের প্রতিচ্ছায়া
গ্রাস করেছে ।


ফিরে আসে প্রয়াত চাহনির ঢেউ
ললাটের মাঝের সুখস্মৃতি ।
ফিরে আসে না সুসময়
ফিরিয়ে দেয় না কাংখিত স্বপ্নের বীজতলা ।                                
১৫/১১/২০১৭ ইং ।