বড় হবার ধারণাটা নিতে পারি নাই।
ক্রমাগত প্রাচীনপন্থী হতে হতে
পিছিয়ে থাকা জনপদের ছবি আগলে নেই,
যেখানে এক গল্প আছে কৃষকের।


ভালোবাসা নিয়ে বিপদটাই বিড়ম্বনা।
অস্বীকার করতে না পারার অপরাধে বিচ্ছিন্ন হয়ে যাই,
তিথি দেখিয়েও বুঝাতে পারি না,
অমানিশা না এলে সপ্তর্ষিমণ্ডল দেখার সাধ জাগাতে
ব্যর্থ হই প্রতিদিন।


শিকড়ের গল্পগুলো অতিশয় অপাঠ্য।
নবান্নদিনের বাহানারা পালিয়ে ফেরে সে তুলনায়।
এলোমেলো বাতাসে উড়িয়েছি সেও মধ্যযুগে।
রাত হলেই ঘাটে ভিড়ে নিমন্ত্রণ টুইট।


রক্ষিতা আর শুরাটাই কেবল এখনো খুটি নাড়িয়ে যায়।
সেখানেও বোধ করি নির্বোধের উপছায়া,
ক্লিন ইমেজ ঝুলে থাকে বারান্দাতে!