চমকদার হয়েই এসেছিল প্রহর
এসেছিল নব্বান্নের ঘোর।
মানব দানব এক সুরে গেয়েছিল
চাই আরো বেশি ভালোবাসিবার ।
অতঃপর পর্যটকেরা একে একে অধিকারের কথা বলে
শুনিয়ে গেছে -
পৃথিবী এখন গাঁটছড়া বেঁধেছে কাপলিকের সাথে।
মস্তিষ্কের খুলীতে মদ নয় শুধু মূত্রও পান করে
ফুড চেইনের দানব।
ভাগ্যিস পর্যটক নই আমি!
শীতের দিনে দিবানিদ্রাকে দেখি স্বপ্ন ধরার ফাঁদ,
অতঃপর ফিরিয়ে দেই কাশফুলের প্রেম
মাতামহুরীময় সন্ধ্যা।
চমকদার হয়ে এসেছিল প্রারম্ভিক ভাব,
অভাবের সাথে খাপ খাইয়ে নিতে রাখতে পারেনি
পরিপক্কতার ছাপ।
প্রণয়ের জোরে থেমে গেছে আজি
ঝলমলে হবার সাধ।