যে যুদ্ধটা শুরু করেছিলে তুমি
একদিন সবাইকে সাথে নিয়ে বুঝিয়ে দেবে।
অপরাপর বিচ্ছিন্নতা যাই বলুক,
নিয়মের যাঁতাকলের পিষ্ট হৃদয় যাই বলুক,
তুমি যেমন বলেছিলে- হাত ধরেই শেখাতে হবে,
অনুরাগের রঙে বুঝিয়ে দিতে হবে,
ভালবাসার ছবিতে বলবে যা বলার।


সময় পাও নাই তুমি সাধক!
তোমার চত্বরে এখন বসবাস করে স্বপ্নের প্রজাপতি,
হেঁসে খেলে পার হয়ে যায় দিন –
যাদের স্বপ্ন দেখার সাধ গিয়েছিল ফুরিয়ে।
এখন এখানে শহুরে বাতাস,
তোমার কলিম ব্যাপারী, আব্দুল কাদের খলিফা,
দেখলেই তোমার সামনে এসে স্যালুট দিত যে শিশুটি
-সবাই অতিক্রম করেছে ক্রান্তি কাল।


একদিন প্রজ্বলিত মশাল নিয়ে যেমন জাগিয়েছিলে
-এই পথ মিছিল প্রতিবাদের,
অন্যায় জুলুমের প্রতিরোধে এই গান,
হাঁসি মুখে সয়ে গেছ ফাঁসির পরওয়ানা।
ফিরে এসে রেসের মশাল হাতে  আবারও-
গড়তে হবে দেশটাকে।


শকুনেরা ব্যবচ্ছেদ করেছে তোমার বিশ্বাস,
ভালোবাসার বিশাল বুক!  
অতঃপর তোমার নিরাশ্রয় সন্তানেরা যুদ্ধের মাঝে!
যে যুদ্ধ শুরু করেছিলে তুমি-
সেই ভালোবাসার যুদ্ধ
যে ভালোবাসা কখনো ফুরায় না।


তোমার হাত হতে কল্পনায় তুলে নেয় রেসের মশাল।
আলোয় উদ্ভাসিত করে ভাসিয়ে দেয় অন্ধকার।
সুজলা সুফলা তোমার বুকটাতে তখন উড়ে বিজয়ের পতাকা।