চেয়েছিলেম একবার হলেও এসো
বিচারের ভার তুলে দিব তোমার হাতে।
সেটাই ছিল তোমার সাথে শেষতক ভাবের বিনিময় ।    
অনেকবার দেখা হলেও - চোখাচোখি  হয়নি আর।
গল্পটা এখানেই শেষ হলে আপত্তি ছিল না,
ভাবনার কিছু ছিল না ।


সমস্যার কাছে গিয়ে ভিড়েছিল তোমার একটা দীর্ঘশ্বাস!  
ইচ্ছা হলে সেটা তুমি ভাসিয়ে দিতে পারতে আর একটু উজানে
এই বাঁকটাকে উপেক্ষা করে ।
নিদেনপক্ষে সমস্যার ঘাটে ভেসে উঠত না বুদবুদ,
শতশত চোখের মাঝে ঝুলে যেত না একটা শব্দ অভিযোগ;  
অভিযুক্ত আমি ।


তুমি এলে না ।
ভাসিয়ে গেলে সূক্ষ্ম সূক্ষ্ম দুঃখ
করুণা করে দিয়ে গেলে না স্বান্তনা -
অভিমানের মাঝে এ নতুন কিছু নয় ।
কেন বুঝতে দাও নাই প্রস্থানে আছে এক বেদনাময় কাব্য !
মুক্তি পাবার সম্ভাবনা নেই কোন দিন ।


আরেক ভূগোলে নব জন্মের মাঝে নক্ষত্র তুমি
দূর হতে দেখি সেই জ্বলজ্বলে নীহারিকা ।