কেড়ে নিও না নিঃশ্বাস,
মরতে চাই বা না চাই প্রস্থান একদিন হবে জেনেই বলছি-
এভাবে অপমান করো না তোমার পরিচয়।


ভিন গ্রহ হতে আসিনি আমি,
তোমার মত আমার শৈশব এই মাটি জলে আছড়ে পড়ে,
যৌবনে তোমার মতই আমিও তাকিয়ে দেখেছি প্রিয়তমার চাহনি।


আর যদি বৃদ্ধ বলে অসম্মান করতে চাও
তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো,
কত আরাম করে কোলের ভিতরে বসিয়েছে তোমার বাবা মা।


তুমি অস্ত্রের জোরে কাপুরুষের মত ক্ষত বিক্ষত করবে লাশ,
জীবন্ত মানুষকে দেহ হতে আলাদা করবে ধর,
গা হতে বিচ্ছিন্ন করবে অঙ্গ,পা হতে গোড়ালি !


তোমার ঘরের মাটির পুতুলটির কথা ভেবো একবার।
কেউ আলাদা করছে স্তন কিম্বা নিদেনপক্ষে তোমার সামনে ধরে
নিয়ে যাচ্ছে, ঘরে বন্দী করে আগুন দিচ্ছে তোমার সব ।


মানুষের কথা নাই ভাবলে;
ভাব -বাস্তুচ্যুত তুমি, কাদাজল ভেঙে ভেসে যাচ্ছে তোমার শিশু,
মানুষের পরিচয় হতে ভেসে যাচ্ছে তোমার শৈশব
তুমি ভিক্ষুক পথে পথে ।


তুমি বিদ্রোহী না হও,
ভাব তোমার নিজের একান্ত প্রেম ভালোবাসাগুলি বলতে যা
বুঝতে তুমি- সব কিছু অসম্মানিত আর অপমানিত
সংরক্ষিত তোমার স্মৃতিভর ।


ধরে নিলাম তুমি মূর্খ,
তুমি ক্যানিবাল হলোকাষ্ট দেখে স্ফূর্তির শ্বাস নাও দিনভর,
তবু একবার ভেবো যে রক্ত তুমি পান করো
সেই রক্ত তোমার দেহেও প্রবাহমান ।


দয়া করো তুমি,
কেড়ে নিওনা বেঁচে থাকার অবলম্বন বিশ্বাস ।