একবার ফিরে চেয়েছিলে কি ভেবে!
সবাই অগত্যা এই পথটুকুন তোমাকেই দেখে চলে।
সেই পথ রয়ে গেছে আজো অমলিন।
নতুন পথিক এলেই কি জানি কি ভেবে অন্ধের মত
মন্ত্রমুগ্ধ চলতে শুরু করে-
তোমার হাত নাগাল পেলেও ভালো,
না পেলে আরও আকাঙ্ক্ষা তীব্রতর!


একদিন তো একেবারে উঁকি দিয়েই দেখলে!
প্রকাশিত হবার আগেই দেখে নিলে
আজো কি রয়ে গেছে সেই অধিকার।
এই বুকে কি আজো প্রেমের বাদ্য বাজে অবিরাম?
সেইখানে তুমি যেমন ছিলে
সেথা কে আছে বিদ্যমান?
ধন্যি ধন্যি পড়ে যায় তোমার!


আজো প্রেমিকের বেশ রেখে দিয়েছি কত মূল্যমানে-
তুমি যদি জানতে।
কেউ কেউ অবাক হবার ভাণ করে সময়কে ধরে রাখে,
কেউ আবার বুদ্ধির বেড়াজালে মেলায় হিসাব-
আরো কিছু হিস্যা রয়ে গেছে আড়ালে।
কি দুর্নিবার আকর্ষণে ছুটে গেছি সেই পথে!


কেউ কেউ উঁকি দিয়ে দেখে
ক্ষরণের মাত্রাটা কি খুব বেশি?
নাকি অভিনয় ছিল পুরোটাই কোন ক্ষণে!
তোমার বসন্ত দিনে আমার ভাবনাতে থাকে কি?
আমি কি এখনো আঁকি তোমার সেই ছবি?
মোড়কে রাঙানো একখানি পুতুল যার ভিতর জুড়ে
কেবলই আমি ।
১০/০৭/২০১৯ ইং ।