কিছুকিছু প্রশ্ন আমাকে ভাবিয়ে তোলে।
এইসব কিছুকিছু আমি- হতেও পারি
অবয়বের আমি হতে আলাদা,
পোশাকের আমি হতেও ।


কিছুকিছু অলসতা, বিপথগামীতা;
কিছু অনুজীবের অবরুদ্ধ জীবনযাপন শিক্ষিতের বেশে,
জানতে চাইনা আরো কত কিছু,
বিশ্লেষন চাই না পেটে কি আর গতরে কি?


কিছুদিন হতে আমি  আর ভাবি না আমাকে নিয়ে।
চারদিকের শোরগোলে নিয়ত দেখতে থাকি
কার গায়ে লেগে আছে কম্বলের লোম,
কলংকের মাঝে আছে কি কেলেংকারী।


কিছুকিছু ভাবনার যোগে এই বেঁচে থাকা যদি অর্বাচীন!
মানিনা মানব না স্লোগানে মুখর ধরণি !
কিছু বিষয় মেনে নিতেই বলেছিলেম,
মেনে নিয়েছি মিনতি।