ভয় শুকিয়ে গেলে থেকে যায় যতটুকু দায়,  
যতই মেলায় সদ্ভাব ছিঁড়ে খায় অপ্রকাশিত ক্রোধ।
দিনশেষে বিজয়ী নাই বা হলো কেউ!  


ডামাডোলে চাঁপা পড়ে আর্তনাদ!  
কখন যেন বুঝে ফেলে কেউ নয় কার,  
রূপের কাঙাল যার পর নাই যতটা তার চেয়ে
বেশি দেখে নিজের হিংস্র চেহারা আয়নায়।


এখানে ইতিহাস ঘর ভাঙার, ঐতিহ্যের ভিড়ে ফিরে
বারংবার পুরুষ বসুন্ধরায় -সে তো ছিড়তে তৎপর,  
কি আছে তোমার বাহুতে- তাকে ধরে রাখিবার?  


পতনের শব্দ শুনে এগিয়ে আসে সভ্যতা
বাহারি উহু আহা – মনোনিবেশ
কত দিন শুনে নাই মাতম তার !  


দূর্বৃত্তের হাতের শোভা চাবি কলকাঠি  
কর্পোরেট মানে ভূমিদস্যু হয়ে ফিরে আসে বারংবার


কখন যেন বুঝে ফেলে কবিতার ভাষা
ভয় পেয়ে চুপসে যায় ঝুলে থাকা লাশ ।