নাব্যতার কাছে পাওয়া সেই সুখ নিয়ে ফিরতে তার
বাঁধা হয়ে দাঁড়িয়ে গেল পেলবতা
স্পর্শ'রা সব সময়ই ভাগিয়ে নেয় এমন
হাপিত্যেশ দাঁড়িয়ে থাকে কিছু প্রত্যাশা


বিনোদ বাবু আজকাল হুঁকো টান দিয়ে বলে
আমিও রবি ঠাকুর
তবে কথা দিতে পারবো না
বজরা নৌকা আর রূপালি চাঁদ নামলে লিখে দিব দু কলম


হরদম এমন করে পাহারা দিতে থাকলে
ভাব নামার আগেই বাষ্প হয়ে যায়
তোমার বক্র দৃষ্টির উত্তাপে
কড়া কড়া কথা চলে আসে কবিতায়


কথা দিতে পারবো না
এই কথাগুলো দিয়ে তুমি গাইতে পারবে
তবে তুমি যদি ফোক না চেয়ে অত্যাধুনিক চাও
পাইলেও পাইতে পারো যন্ত্রের আড়ালের শব্দাবলী